অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ যুবক-যুবতি আটক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৭, ৭:৩৮ পূর্বাহ্ণ
রায়হান আহমেদ মুন্না:হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়াটার এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৪ যুবতি ও ৩ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর দেড় টার দিকে ওই এলাকার ডাক্তার ভিলা নামক একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক পুলিশ। পুলিশ জানায়, আটককৃত দের মধ্যে রেজাউল করিম রানা ও তার স্ত্রী মুন্নী আক্তার নামে এক দম্পতি দীর্ঘ দিন যাবত ওই বাসা ভাড়া নিয়ে যৌন ব্যবসা চালিয়ে আসছিল। তারা ঢাকার উত্তরার আজিমপুর এলাকার বাসিন্দা। রানা জেলার বিভিন্ন অঞ্চল থেকে মেয়েদের এনে তার বাসায় রেখে ব্যবসা চালাত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ যুবতি ও ৩ যুবককে আটক করে। আটককৃতরা হল ঢাকার উত্তরার আজিমপুর এলাকার বাবুল সরকারের পুত্র রেজাউল করিম রানা (২৮) ও তার স্ত্রী মুন্নি আক্তার (২৬), শহরের ইনতাবাদ এলাকার মৃত আব্দুল মোতালিবের পুত্র আহাম্মদ আলী (৩০), শ্যামলী এলাকার আব্দুল মন্নানের পুত্র মোতাব্বির (২২), বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের তারাপাশা গ্রামের মৃত আলফু মিয়ার কন্যা তহিমা আক্তার (২০), একই এলাকার কিম্মত আলীর কন্যা জামিলা আক্তার (২০) এবং বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুরা গ্রামের নীল মনি দাসের কন্যা ববিতা দাস ওরপে আয়েশা আক্তার (২০)। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমার আদালতে হাজির করা হলে আদালত আটত ৩ যুবককে ১মাস এবং ৪ যুবতিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।সূত্র: হবিগঞ্জ সমাচার