হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের শতভাগ সাফল্য

দৈনিক সিলেট ডট কম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। অত্র প্রতিষ্ঠান থেকে ৩০জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছে। এ ফলাফলে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুছ সন্তোষ প্রকাশ করে বলেন, প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ভাল ফল করা সম্ভব হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।