বড়লেখা উপজেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৭, ৬:০৭ অপরাহ্ণ
সিলেট রেড ক্রিসেন্ট-এর সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান জামিল বলেছেন, ‘সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা দুর্গত মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়ালে বন্যাদুর্গত লোকজন তাদের কষ্ট অনেকটাই কাটিয়ে ওঠবে।’
তিনি আজ জমির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বড়লেখা উপজেলার রাঙ্গাউটি, শেখপাড়া, কামিলপুর বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
জমির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসব এলাকার প্রায় ৪শ’ বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য সোয়েব আহমদ, সমাজসেবী সাহেদ আহমদ সুপিন, মাহফুজুর রহমান, নূরুল ইসলাম সোহেল, সাব্বির আহমদ চৌধুরী, সুলতান আহমদ, শাহজাহান আহমদ, ইসলাম উদ্দিনজহুল লাল, অসিত প্রমুখ।