তোয়াকুল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১ লাখ আয়রন ট্যাবলেট হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৭, ৬:৩৭ অপরাহ্ণ
ইলিয়াস আকরাম গোয়াইনঘাট (সিলেট) থেকে: গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের পক্ষথেকে গর্ভবর্তী মায়েদের আয়রনের ঘাটতি মেটাতে ১ লাখ আয়রন ট্যাবলেট হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় তোয়াকুল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১ লাখ ট্যাবলেট হস্তান্তর করেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ। তোয়াকুল ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আয়রন ট্যাবলেট হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন তোয়াকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ আহমদ। কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার(সি.এইচ.সি.পি) হান্নান সিদ্দিকির পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: লোকমান,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন,তোয়াকুল উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সিরাজ উদ্দিন,প্রবীন মুরব্বি মাস্টার ইছন আলী,সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন আল আজাদ,কমিউনিটি পুলিশিং নেতা তাহির আলী, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন,আব্দুল লতিফ,ফরিদ আহমদ,আলা উদ্দিন,লোকমান হোসেন,তোয়াকুল ইউপি সচিব আব্দুর রব, তোয়াকুল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা সাদিকুর রহমান,ডা.মাসুক আহমদ,এফআইবিডিভি মমতা প্রকল্পের ট্যাকনিকেল অফিসার মো:জসিম উদ্দিন,প্যারামেডিক আমিনা বেগম। অনুষ্টানে সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ বলেন গর্ভবর্তী মায়েদের মৃত্যুর ঝুকি কমাতে ইউনিয়ন পরিষদের পক্ষথেকে এ উদ্দ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাইল কমিউনিটি ক্লিনিকে ১০ হাজার,নোয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে ১০ হাজার,পূর্ব পেকেরখাল ক্লিনিকে ১০ হাজার ও তোয়াকুল বাজার উপ স্বাস্থ্য কেন্দ্রে ৭০ হাজার আয়রন ট্যাবলেট প্রদান করা হয়েছে।