সিলেট কল্যাণ সংস্থা’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৭, ১১:৩৪ অপরাহ্ণ
সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার বিকাল ৪টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে সংস্থার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুবসংগঠক পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সংস্থার পরিচালনা কমিটির আহ্বায়ক এ. কে. কামাল হোসেনের পরিচালনায় সাংগঠনিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, জাতীয় যুব দিবস ২০১৩ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ হাসান তালুকদার সোহেল, শিপন খান, মোঃ জাকারিয়া ইমরুল, হুমায়ূন রশিদ চৌধুরী, মোঃ আলিম উদ্দিন, মোঃ কেরামত হোসেন, রুমেল আহমদ, মোঃ তালেব হোসেন তালেব, মোঃ মিজানুর রহমান রুমন, বিজিত চন্দ, আবুল মনসুর মোঃ রশিদ আহমদ, মোঃ আব্দুল আজিজ আলিম, মোঃ রেজাউল হক, মোঃ মকবুল চৌধুরী, মোঃ আব্দুন নুর, মোঃ নাজমুল হুসাইন, মোঃ নুর উদ্দিন, মোঃ জাহান উদ্দিন, মোঃ পিকুল হোসেন, আরাফাত হোসেন সোহাগ, গাজী আলমগীর হোসাইন, মোঃ নজিম উদ্দিন রিমন, ইদ্রিছ আলী, সুহেল আহমদ, মানিক আহমদ, শামীম আহমদ, কৃতিশ তালুকদার ও মাওলানা আব্দুর রহমান সাজু। সাংগঠনিক সভায় সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতসহ সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ফুটপাতগুলোকে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পিতা দি এইডেড হাইস্কুলের প্রাক্তন শিক্ষক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক সাহেবের শারীরিক অবস্থা বিবেচনা করে সংস্থা গৃহিত ২৫ জুলাই মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে সিলেট মহানগরীর সর্বত্রে চিকনগুনিয়া সহ এসিড মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে মশারী টাঙ্গিয়ে পদযাত্রা ও সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসুচীর তারিখ আগামী ৬ আগস্ট রবিবার বেলা ১১টায় পূণরায় তারিখ নির্ধারণ করা হয়। পাশাপাশি সংস্থার কার্যকরী কমিটি গঠনের জন্য আগামী ৬ সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের জন্য আহ্বায়ক কমিটিকে সময় নির্ধারণ করে দেওয়া হয়। পরিশেষে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পিতার সুস্থ্যতার জন্য সাংগঠনিক সভা থেকে সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেন।