চুনারুঘাটে নিখোজের ৩দিন পর কিশোরের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৭, ১০:০৮ পূর্বাহ্ণ
খন্দকার আলাউদ্দিন:চুনারুঘাটে নিখোঁজের তিনদিন পর মামুন মিয়া (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূর একটি খালের পাড় থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার কেউন্দা গ্রামের সিরাজ মিয়ার পুত্র। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় শাকির মোহাম্মদ বাজারে গেলে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও মামুনের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে তার পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি জিডি দায়ের করেন। এদিকে সোমবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে চুনারুঘাট থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি রাজু আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে লাশের ঘায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন পুলিশ হত্যাকান্ডের রহস্য উৎঘাটনেকাজ করছে।