কাকন বিবির শয্যাপাশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল

দৈনিক সিলেট ডট কম
জাতির শ্রেষ্ঠ সন্তান, অসুস্থ বীর প্রতীক কাকন বিবিকে দেখতে বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। এসময় তার চিকিৎসার খোজ খবর নেন তিনি। পাশাপাশি সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ স্বীকার করে দেশকে স্বাধীন করেছেন। আর যদি তারা শেষ মুহুর্তে অসুস্থ্য হয়ে সঠিকভাবে চিকিৎসা পায় নি তাহলে তা জাতির জন্য কলঙ্কজনক। তিনি বিভিন্ন চিকিৎসা সেবা কেন্দ্রের প্রতি দাবি জানিয়ে বলেন, যদি কোন মুক্তিযোদ্ধা অসুস্থ্য হয়ে চিকিৎসার জন্য যায় তাহলে তাকে গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার জন্য আহ্বান জানান। কাকন বিবির ক্ষেত্রে যেভাবে ওসমানী মেডিকেল সহ সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে তা যেন প্রত্যেক মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অব্যাহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. কুটি মিয়া, ইউনুছ আলী, রজনী কান্ত দাস, মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা মো. আলম শেখ, মইনুল ইসলাম প্রমূখ।