বীরপ্রতীক কাকন বিবির শয্যাপাশে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ

দৈনিক সিলেট ডট কম
সিলেট :: জাতির শ্রেষ্ঠ সন্তান, অসুস্থ বীরপ্রতীক কাকন বিবিকে দেখতে মঙ্গলবার রাতে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে যান সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি ও যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার এবং যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিমের নেতৃত্বে ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুম্মান আহমদ মুন্না, বাপ্পী দাস, আবির হাসান রানা, রুপম আহমদ, আবুল কাদির ইমন, মোঃ শিপলু, সাব্বির আহমদ, রিপন কোরেশী, তাহমিদ আহমদ, আকাশ আহমদ কাকন বিবির পাশে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।