আল আকসায় হামলার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে তালামীযের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৭, ৬:৩৬ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ: ফিলিস্তিনের আল আকসা মসজিদে আযান বন্দ ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বুধবার সকালে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ সরকারী (ডিগ্রি) কলেজ শাখার আয়োজনে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় কলেজ তালামীযের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংঘঠনের সিলেট (পূর্ব) জেলা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সাদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট (পূর্ব) জেলা নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, মুহাম্মদ সাহিদ আলী, কলেজ শাখার সহ-সভাপতি এহসানুল করিম রাহি, মাইজগাও ইউনিট সহ-সভাপতি সামসুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তানিম, তামিম আহমদ, প্রচার সম্পাদক মাহবুব হুসেন এমরান, সদস্য ইমরান আহমদ, রায়হান আহমদ, জাবেদুর রহমান, প