মোগলাবাজারে জাপা নেতা আতিকের পক্ষে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৭, ৭:৩৪ অপরাহ্ণ
জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ আতিকুর রহমান আতিকের অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান ২৯ জুলাই শনিবার দুপুরে মোগলাবাজার রেলস্টেশনে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মতিউর রহমান আফতাবের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. হাফিজুর রহমান মকবুল, বিশিষ্ট মুরব্বি ইন্তাজ আলী, মোগলা বাজার ইউপি মেম্বার মকবুল আলী, শামীম আহমদ মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টি নেতা ফারুক আহমদ, জাপা নেতা তারেক আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জন প্রতি ১০ কেজি করে ২ শতাধিক পরিবারের মধ্যে চাল বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগঞ্জের মানুষজন মানবেতর জীবন যাপন করছেন। এই দুর্যোগময় সময়ে সরকারের পাশাপাশি রাজনীতিবিদ ও সমাজসেবীরাও ক্ষতিগ্রস্ত মানুষদের কল্যাণে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) সম্ভাব্য সংসদ সদস্য প্রদপ্রার্থী আলহাজ¦ আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বক্তারা এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি