এসআইইউ’র সিএসই বিভাগের এ্যালামনাই’দের ডাটা সংগ্রহ ও মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৭, ৭:৩৭ অপরাহ্ণ
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলমান ইউজিসির HEQEP আওতাধীন IQAC এর অন্তভূক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের Self Assessment (SA) কমিটির উদ্যোগে এ্যালামনাই’দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগ কর্তৃক প্রদত্ত সিএসই ডিগ্রির মান আর্ন্তজাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এ্যালামনাইদের নিকট থেকে ডাটা সংগ্রহের উদ্দেশ্যে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ইষ্টিকুটুম রেষ্টুরেন্টের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএসই বিভাগের ১ম ব্যাচ থেকে শুরু করে ২৩তম ব্যাচের প্রতিটি ব্যাচ থেকেই এ্যালামনাইদের অংশ গ্রহন ছিল চোখে পড়ার মতো। প্রায় শতাধিক এ্যালামনাইদের অংশগ্রহণে ডাটা সংগ্রহ ও মতবিনিময় সেশনটি আনুষ্ঠানিকতার গন্ডি পেরিয়ে যেন এক পুনর্মিলনী সভায় পরিনত হয়। দীর্ঘদিন পরে একত্রিত হয়ে সহপাঠী সিনিয়র জুনিয়রদের পেয়ে সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। ডাটা সংগ্রহ পর্ব শেষে এ্যালামনাইদের পক্ষ থেকে অনেক প্রাক্তন শিক্ষার্থী শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিএসই বিভাগের এস এ কমিটির প্রধান সহকারী অধ্যাপক খালেদ হোসেইন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন এ্যালামনাইদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্যই এই বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ সারাদেশ ব্যাপী বিস্তৃত। তিনি বিশ্ববিদ্যালয়কে আর্ন্তজাতিক মানে পৌছানোর জন্য সকলের সহযোগিতা কমনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ সকল এ্যালামনাইকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামীম আহমদ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
মতবিনিময় কালে এ্যালামনাইদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ৭-তম ব্যাচের ছাত্র মো: আব্দুল ওয়াদুদ কাশেম, ১১তম ব্যাচের ছাত্র ইউরিদ, ১৯তম ব্যাচের ছাত্র তিলক তমা সহ প্রমুখ।
পুরো অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুলাহ আওয়াল আনসারী, সুশান্ত আচার্য্য, সূবর্ণা সরকার রুপা, প্রভাষক রাজর্ষী রায় চৌধুরী, এমএজি আসিফ, গোলাম মর্তুজা সিফাথ, আশিকুল ইসলাম রাজিব।
উল্লেখ্য যে, ডাটা সংগ্রহ ও মতবিনিময় শেষে বিভাগীয় এসএ কমিটির সহযোগিতায় এ্যালামনাইদেরকে নিয়ে এক নৈশভোজ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষে এ্যালামনাইদের নিয়ে একটি কমিঠি গঠন করা হয়। সিএসই বিভাগের ২য় ব্যাচের ছাত্র সুবির চৌধুরীকে সভাপতি এবং ৪র্থ ব্যাচের সুশান্ত আচার্য্যকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ কমিঠি গঠন করা হয়।