সিলেট স্টেশন ক্লাবে চেম্বার নেতৃবৃন্দ সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৭, ৫:৩৬ অপরাহ্ণ
সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর সদস্য সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নব নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ ও অন্যান্য পরিচালকদের সম্মানে সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে রোববার বেলা ২টায় ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ মোশান্নার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি খন্দকার সিপার আহমদ, পরিচালক যথাক্রমে জিয়াউল হক, মাসুদ আহমদ চৌধুরী, নূরুল ইসলাম, চন্দন সাহা, পিন্টু চক্রবর্তী, মোঃ আতিক হোসেন, হুমায়ুন আহমেদ, ক্লাবের সদস্য অর্থ দেলওয়ার জাহান চৌধুরী, সদস্য ব্যবস্থাপনা এনায়েত আহমদ, সদস্য ক্রীড়া এ এম মিজানুর রহমান, সদস্য সাংস্কৃতিক তানজিনা মুমিন আহমদ, সদস্য আপ্যায়ন জুম্মা আব্বাস রাজু সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত চেম্বার নেতৃবৃন্দকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি