জাতীয় ব্যাডমিন্টন তারকা জয়নালকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৭, ৭:৫২ অপরাহ্ণ
জাতীয় ব্যাডমিন্টন তারকা ও সিলেট জেলা দলের কৃতি শাটলার জয়নাল আবেদীনের যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকাল ৫টায় মাছিমপুরস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের হল রুমে সিলেট জেলা ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রবীন ব্যাডমিন্টন খেলোয়াড় অচ্যূত ভট্টাচার্য্য অজিতের সভাপতিত্বে ও চ্যানেল এস ইউকের সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজুর পরিচালনায় সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কেন্দ্রীয় সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ব্যাডমিন্টন তারকা এনামুল হক এনাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাডমিন্টন প্রশিক্ষক মঞ্জুর আল মামুন, ব্যাডমিন্টন তারকা জাহেদ, সুহেল, শাইনুল প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জয়নাল আবেদীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এসময় জয়নাল তার প্রবাস জীবনে সফলতা লাভের জন্য সকলের দোয়া কামনা করেন।
সংবর্ধনা প্রদানকালে সিলেটের ব্যাডমিন্টন প্রশিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।