দুভিল সমুদ্র পাড়ে ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুলে’র পরিবেশনা

দৈনিক সিলেট ডট কম
বদরুজ্জামান জামান, প্যারিস থেকে
কবিতা, গান, নৃত্য, কৌতুক,অভিনয় ও খেলাধুলা মুখরিত Deuville সমুদ্রপাড়। ছোট সোনামণিদের বাহারি সাজ, কবিতা ও ছড়ার ছন্দে সমুদ্র ঢেউ বাদ্য স্বরে উথলা । উল্লাস মুখর এক অনন্য দৃশ্য ধারণ করেছিল গত রবিবার Deuville সমুদ্রপাড় । প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন জাতি গোষ্ঠীর সমুদ্র ভ্রমণ পিপাসু উৎসুক উপভোগ ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুলে’র শিক্ষার্থীদের পরিবেশনা। সেই সাথে আড্ডা আহার নয়নাভিরাম দৃশ্য সম্ভোগে হারিয়ে যাওয়া । স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক অবিভাবকবৃন্দ ও স্কুল কতৃপক্ষও যেন পরিবেশনার সাথেও সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য সম্ভোগ নৃত্যে উদ্বেলিত ।
‘মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সে’র তত্ত্বাবধানে অভিবাবকবৃন্দসহ ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুলে’র শিক্ষার্থীদের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয় সকাল ৮ টা ৩০মিনিটে প্যারিসের অদূরে Deuville সমুদ্র সৈকতের উদ্দেশ্যে । দুপুর ১২ টায় সেখানে পৌছান। প্রায় ৭ ঘণ্টা বিশ্রামহীন এ আয়োজন শেষে সন্ধ্যা ৭ টায় শুরু হয় আবার সেই যান্ত্রিক দৈনন্দিন রুটিন মাফিক কর্মসূচির উদ্দেশ্যে ফেরার পালা । রাত ৮ টায় বহর ফিরে আসে লাকুরনভে । সেখানে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়ার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমেসমুদ্র ভ্রমণ কর্মসূচি সমাপ্ত করেন l
উপভোগ্য কর্মসূচি সফল করতে যাদের পরিশ্রম প্রশংসনীয় তারা হলেন স্কুলের ভারপ্রাপ্ত পরিচালক ফাতেমা খাতুন, বীরমুক্তিযোদ্ধা সিপাহী ফরহাদ হোসেন, আনোয়ারুল হক, আমিন হাজারী, লিটন হাসান, পটুয়া আব্দুল হামিদ ভূঁইয়া, আমেনা খাতুন, সায়িদা আক্তার, অয়ন শাহ্ পরান l অভিভাবকদের মধ্যে প্রশান্ত কুমার পাল, সুমি পাল,অভিজিৎ ঘোষ, ঈশিতা ঘোষ, ইয়াসিন হক, লিপিহক,কাইয়ুম খান ,লিজা খান, মসলু সোলায়মান আলী, লাবণী আক্তার , হুমায়ন কবির, রবিউল ইসলাম শামীম, সাইফুল ইসলাম রনি, মোয়াজ্জেম হোসেন তারা প্রমুখ।