আবারো বিয়ে করলেন হৃদয় খান
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৭, ৮:০৮ অপরাহ্ণ
দৈনিকসিলেটডেস্ক : সুজানার সাথে ডিভোর্স হয়েছে বছর দেড়েক আগে। এর মধ্যে আবারো বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খান।
তবে তিনি নিজে এ বিষয়ে মুখ না খুললেও তার ঘনিষ্ঠ বন্ধুরা খবরটি নিশ্চিত করেছেন।
এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে।
শনিবার হয়েছে তার গায়ে হলুদ অনুষ্ঠান। রোববার সেরেছেন বিয়ের পর্ব।
বিয়েটি পারিবারিকভাবে হয়েছে। তবে শোনা গিয়েছে এর আগে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
নববধূর নাম হুমায়রা। থাকেন মালয়েশিয়া। অনেকদিন ধরেই প্রেম চলছে তাদের মধ্যে। অবশেষে ভালোবাসা রূপ নিয়েছে পরিণয়ে।
২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। ছয় মাসের মাথায় তাদের সেই সংসার ভেঙে যায়।
তার আগে সাত বছর প্রেম করেন নওরীন নামের আরেকজন মেয়ের সঙ্গে।
অন্যদিকে ২০১৪ সালের ১ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তার সেই বিয়ে টিকেছিল মাত্র চার মাস।