আমিরাতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী’র স্মরণসভা

দৈনিক সিলেট ডট কম
লুৎফুর রহমান, দুবাই: সৈয়দ মহসিন আলী শুধু মন্ত্রী হিসেবে জনপ্রিয় নয় বরং একজন সুসন্তান হিসেবে একাত্তরে দেশের জন্য লড়েছিলেন। তাই এই কীর্তিমান পুরুষ যতোদিন বাংলাদেশ থাকবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে। শুক্রবার আরব আমিরাতের আলআইনের একটি অভিজাত হোটেলে সাবেক সমজাকল্যাণমন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মহসিন আলীর স্মরণসভায় এ কথা বলেছেন বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মহসিন আলী স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কাছাউদ্দীন কাছা ।
হাবিবুর রহমান ফজলুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্টানে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন মরহুম সৈয়দ মহসিন আলীর সহ ধর্মিনী সায়রা মহসিন এম,পি, ও মেঝো কন্যা সাংবাদিক সৈয়দা সানজিদা মহসিন।
সবায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন -সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, উপদেষ্টা আশিক মিয়া, কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মো. আহমদ আলী, প্রধান উপদেষ্টা এম,এ,লতিফ, সৈয়দ মহসিন আলী স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত শাখার যুগ্ম আহবায়ক রহমত আলী সোয়েব, প্রবাসী জুড়ি সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল আলম, বিশিষ্ট রাজনিতিবীদ মাস্টার সামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যাবসায়ী বলী আহমদ ফারুক, মাসুক আহমেদ রুমেল, মোহাম্মদ বজল আহমেদ সহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন শামিম আহমেদ, সংস্কৃতিকর্মী সঞ্জয় ঘোষ, নুরুল ইসলাম,,জাহাঙ্গীর আলম, মর্তুজা আলী, এম,এ,মুকিত, সাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন সৈয়দ মহসিন আলী ছিলেন একজন খাঁটি ভূমিপূত্র। তাঁর মত সৎ ও নিষ্টাবান মন্ত্রী মৌলভীবাজারবাসী আর পাবেনা,যার বাড়ির দরজা জনগনের জন্য চব্বিশ ঘণ্টা খোলা ছিল,তিনি নীতি আদর্শের উপরে ছিলেন অটল।পরে সৈয়দ মহসিন আলীর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।