৩১ ফোবানার মিডিয়া কো অর্ডিনেটর জুয়েল সাদত

দৈনিক সিলেট ডট কম
বাপ্স নিউজ : সেন্ট্রাল ফ্লোরিডার কমিউনিটি একটিভিষ্ট, প্রথম আলো ও ঠিকানার বিশেষ প্রতিনিধি সাংবাদিক গোলাম সাদত জুয়েল মায়ামীতে অনুষ্টিতব্য ৩১ তম ফোবানার মিডিয়া কো অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন । ইতোপুর্বে ২০১২ সালের ওরলান্ডো ফোবানায় ও তিনি কো কনভেনর ( মিডিয়া ) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ।
আড়াই দশক থেকে সাংবাদিকতায় জড়িত গোলাম সাদত জুয়েল প্রবাসের অন্যতম জনপ্রিয় সংবাদ পত্র প্রবাসের নিউজ ডট কমের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন । আমেরিকার মিডিয়া ব্যাক্তিত্ব জুয়েল এর ২০১৮ সালের বই মেলায় দুটি বই প্রকাশিত হচেছ “আয়না বিলাস” ও “আগের ঠিকানায় আছি” । ফোবানার ব্যাপক প্রচারে মুখ্য ভুমিকা পালন করছেন তিনি ।
তিনি জানান, মায়ামী ফ্লোরিডার সংস্কৃতি অঙ্গনের সূতিকাগার । তাই এবারের ফোবানা হবে স্মরণকালের সেরা । এবারের ফোবানায় সংগঠক হিসাবে অনেক যোগ্য কমিউনিটি একটিভিষ্টদের সম্পৃক্ত করা হয়েছে । কনভেনর এম রহমান জহির ও আরিফ আহমদ আশরাফ এর টিম সকল মহলের সহযোগীতায় একটি সফল ফোবানা উপহার দেবার চেষ্টা করছে । সূর্যাস্ত ফ্লোরিডায় আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায় পরিনত হবে আগামী অক্টোবর ৬ ,৭ ও ৮ তারিখ ।