শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের দোয়া-মাহফিল

দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : ‘হাতে হাত রেখে মানববন্ধন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে বঙ্গবন্ধুর সৈনিকেরা। একইভাবে হাইব্রিড নেতারা যদি শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করার মতলবে লিপ্ত হয় তাহলেও সেটিও প্রতিরোধে সোচ্চার থাকবে তৃণমূলের নেতা-কর্মীরা’-এ অভিমত পোষণ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।
শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে গত ১ অক্টোবর রোববার রাতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের দোয়া-মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাবান মাহমুদ আরো বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের দলে কখনোই কোন সুবিধাভোগীর ঠাঁই হয়নি। এখনও হবে না। ত্যাগের মহিমায় উদ্ভাসিত লোকজনই বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ-শক্তি।’
কাবান মাহমুদ উল্লেখ করেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এক অনন্য উচ্চতায় উঠে গেছেন শেখ হাসিনা। নানা প্রতিবন্ধকতা সত্বেও বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন তিনি। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের মধ্য দিয়ে। এমন গুণাবলীর নেতা খুব কম রাজনৈতিক দলেই রয়েছে এ বিশ্বে। এজন্যেই তো আজ তাকে মাদার অব হিউম্যানিটি খেতাবে ভূষিত করছে আন্তর্জাতিক মিডিয়াগুলো।’
হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া তার সমাপনী বক্তব্যে বলেছেন, ‘সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেককে আচার-আচরণে ভদ্র হতে হবে, মানবিক গুণাবলীর প্রকাশ ঘটাতে হবে। তাহলেই আমরা জাতিরজনকের গড়া সংগঠন আওয়ামী লীগের সত্যিকারের নেতা হতে পারবো।’
নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বঙ্গবন্ধু প্রজন্মলীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান ও সাংবাদিক শামীম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাফায়েত চৌধুরী, নজরুল ইসলাম, হুমায়ূন কবীর এবং আবুল বাশার ভ’ইয়া। সাংবাদিক ও কম্যুনিটি এ্যাক্টিভিস্ট আলমগীর কবীরের সঞ্চালনায় আলোচনা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী সুলতান মাহমুদ। বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এতে অংশ নেন।