যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুগ্ম সম্পাদকের অব্যাহতি প্রত্যাহার

দৈনিক সিলেট ডট কম
বিশেষ প্রতিনিধি:যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহিন ও যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদার এর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে,উল্যেক্ষ্য যুক্তরাজ্য বিএনপির অভিযোগের প্রেক্ষিতে বিগত ১০ ফেব্রুয়ারি ২০১৭ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমদ শাহিন ও যুগ্ম সম্পাদক জাহেদ তালুকদারের আবেদনের প্রেক্ষিতে ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সুপারিশ ক্রমে ৩/১০/২০১৭ তারিখে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদ শীর্ষ খবর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।