নবীজির বাসভবন
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৭, ৯:৩০ পূর্বাহ্ণ
ইকবাল মাহমুদ:মদীনায় মসজিদে নববী কমপ্লেক্সের উত্তর দিকে বেশ কটি মিউজিয়াম রয়েছে। অবশ্য এগুলোকে মিউজিয়াম না বলে বলা হয় এক্সিবিশন, অর্থাৎ প্রদর্শনী। এর মধ্যে একটি এক্সিবিশন রয়েছে হযরত মোহাম্মদ স. এর জীবন নিয়ে। নবীজির ৬৩ বছরের জীবনকে তাঁর ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, স্থিরচিত্র, আর্ট আর ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক্সিবিশনের একটি কক্ষে দেখা মেলে নবী মোহাম্মদ স. এর বাসভবনের একটি রেপ্লিকা। বিশ্বনবীর ঘরের নমুনা দেখে চোখ ছলছল করছিলো আমার। পাথরের দেয়ালে খিড়কির মত অমসৃণ কাটের দরজা। উপরে খেজুর পাতার চালা। শান-শওকতের কোন বালাই নেই। কতটা সাধারন জীবন যাপন করতেন রাষ্ট্রনায়ক মুহাম্মদ স., তা এ ঘরের নমুনা দেখেই আন্দাজ করা যায়। অথচ, রাসুল স. নিজেই বলেছেন, ‘আমি যদি সুখ, ঐশ্বর্য চাইতাম – ওহুদ পাহাড়টাকে আল্লাহ সোনায় পরিণত করে দিতেন।