শামসুল আলম সেলিম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বিশিষ্ট গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন।গতকাল রবিবার (৮অক্টোবর ) ছিল তার জন্মদিন।
জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশের সুহৃদ-স্বজনরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন । তাঁর সুকর্মময় জীবন আরো সুন্দর আরো বর্ণাঢ্য হোক এই কামনাও করেছেন। সন্ধ্যা থেকেই নবীন-প্রবীন লেখক-সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শামসুল আলম সেলিমের অফিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন আলোচিত এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত।
এদিকে শামসুল আলম সেলিম এক বিবৃতি বলেছেন, মানুষের ভালবাসায় তিনি অভিভূত। সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন-জীবনে বাকি দিনগুলো যেন দেশ-মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে পারি এই প্রার্থনা আমার জন্য করবেন।