‘রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ’ দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বিশিষ্ট লেখক সৈয়দ মবনু’র রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ’ নামের বইটির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে।
বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠকরা সেটি লুফে নেন। সপ্তাহখানেকের মধ্যেই প্রথম সংস্করণ শেষ হয়ে যায়।
ইতোমধ্যে লেখকও সরেজমিনে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থান পর্যবেক্ষণ করে আসেন। তারপর তিনি এ নিয়ে তাঁর ফেসবুকওয়ালে ধারাবাহিক মূল্যায়ন লিখতে শুরু করেন। বিপুল পাঠকপ্রিয়তা পায় তাঁর সফর-উপাখ্যান। ২৩ সেপ্টেম্বর ২০১৭ খ্রিস্টাব্দে প্রগতিশীল পাঠকসংঘ শৈলী তাঁর সফর নিয়ে নাফ নদীর তীর থেকে ফিরে রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা শীর্ষক সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক বক্তৃতার আয়োজন করে। এগুলোর সমন্বিত রূপ হচ্ছে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশ : সরেজমিন পর্যবেক্ষণ ও মূল্যায়ন।
এই সংস্করণে সফর-উপাখ্যানকে শুরুতে উপস্থাপন করে প্রথম সংস্করণের অংশটুকু প্রুফ পরিমার্জন করে শেষাংশে সংযুক্ত করা হয়েছে।
আমাদের প্রত্যাশা ও বিশ্বাস, প্রথম সংস্করণের চেয়ে বর্ধিত দ্বিতীয় সংস্করণ বেশি পাঠকপ্রিয়তা পাবে।