ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:ইতালির রাজধানী রোমে সড়ক দূর্ঘটনায় শাহজাহান ঢালী নামে (৪০) এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোমের গুরুত্বপূর্ণ ব্যস্ততম রিং রোড প্রেনেস্তিনা ও কাসিলিনার মধ্যবর্তী সড়কে স্থানীয় সময় বৃস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সকাল সাড়ে ৬টায় একটি লরির সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান ঢালী মারা যান।
নিহত শাহজাহান ঢালী বাংলাদেশের শরীয়তপুরের নড়িয়ার ঘড়িসার রাহা পাড়ার হযরত আলী ঢালীর ছেলে।
এ সপ্তাহেই মিলন ছৈয়াল নামে শরীয়তপুরেরই আরেক যুবক নিহত হয়েছিলেন।
এর রেশ কাটিয়ে না উঠতেই সড়ক দুর্ঘটনায় শাহজাহান প্রাণ হারালেন।
এতে ইতালিতে শরিয়তপুর প্রবাসীসহ বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।