দেশ ব্যাপী ইলেক্ট্রো মেডিকেল ইঞ্জিনিয়ারদের মানববন্ধন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটেডটকম: কারিগরি শিক্ষা বোডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর একটি বিভাগ/বিষয় ইলেক্ট্রো মেডিকেল টেকনোলোজি। এ বিভাগের কাজ হচ্ছে মেডিকেল যন্ত্রপাতির রক্ষনাবেক্ষন, পরিচালনা,ও মেরামত করা।বিশ্বের সকল হাসপাতালে এ বিভাগকে বায়োমেডিকেল বিভাগ নামেই পপরিচিত। সেই বিভাগকে প্রতিষ্টার জন্য ২০০৬ সালে প্রথম বাংলাদেশে ইলেক্ট্রো মেডিকেল বিভাগ চালু করে এবং তা বতমানে চলছে।কিন্তু দুঃখের বিষয় ডিপ্লোমা প্রকৌশলী দের উচ্চ শিক্ষার জন্য বায়োমেডিকেল বিভাগের ব্যবস্থা আজ অবদি হয়নি।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান ডুয়েটে অনান্য বিষয় থাকলেও বায়োমেডিকেল বিভাগ এখন ও প্রতিষ্ঠা হয়নি।
তার চেয়েও ভয়ংকর হচ্ছে দীর্ঘ ১০বছর এ আটটি ব্যাচ বের হলেও সরকারি চাকুরীর কোন পদ সৃষ্টি হয়নি।এমনকি প্রাইভেট হাসপাতাল সমুহে ও এ বিভাগ বাধ্যতামূলক ও দক্ষ জনবল নিয়োগে কোন ভুমিকা নেই।।তাই আজ সারা বাংলাদেশে একই সময়ে ৬টি পলিটেকনিকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রো মেডিকেল ইঞ্জিনিয়াস এসোসিয়েশন এর উদ্দোগে মানববন্ধন আয়োজিত হয়।
সকাল ১১টায় কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এসোসিয়েশনের কেন্দ্রিয় নেতারা মানববন্ধন করেন।এ সময় কেন্দ্রিয় নেতারা ছাড়াও ঢাকা মহিলা পলিটেকনিক, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এর ছাত্রছাত্রীরা একাত্নতা ঘোষনা করে মানববন্ধনে অংশগ্রহণ করে।কেন্দ্রীয় ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ইসতিয়াক মাহমুদের পরিচালনায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।সকলেই উচ্চ শিক্ষার ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্ঠির জন্য সরকারে কাছে অনুরোধ জানান এবং সকল সাংবাদিক গনের সহযোগিতা কামনা করেন