জেদ্দায় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি পালন

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:সৌদি আরবে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের ২য় বর্ষপূর্তি পালন করা হয়েছে। বর্ষপূর্তি আয়োজনে যোগ দেন সৌদি আরবে বসবাসরত জকিগঞ্জ প্রবাসীরা।
গত রোববার জেদ্দায় এ বর্ষপূর্তির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি জনাব ফজলুর রহমান।
সাধারণ সম্পাদক ইকবাল তালুকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ মানিক, বিশিষ্ট সংগঠক এরশাদ আহমদ, ব্যবসায়ী বেলাল আহমদ, মসরুর আহমদ, জালালাবাদ পরিষদের সভাপতি নুরুজ্জামান এবং পরিষদে সহ অর্থ সম্পাদক নাসির চৌধুরী, সহ অর্থ সম্পাদক কামাল আহমদ শিবলু, সহ ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, নবাগত সদস্য আব্দুল ওয়াহিদ চৌঃ জাকির তাফাদার, মাহমদুল হাসান,আল আমিন, নাজিম উদ্দিনসহ অন্যান্য প্রবাসী বৃন্দ
জকিগঞ্জ প্রবাসীরা বষপূতির আয়োজনে যোগ দিয়ে জানান, দেশের সীমান্তবতী উপজেলা জকিগঞ্জ এখনও অবহেলিত। তার উন্নয়নে প্রবাসীদেরও অংশগ্রহনও প্রয়োজন। শুধু সৌদি আরব নয় বিশ্বের যেসব দেশে জকিগঞ্জের অধিবাসী রয়েছেন সেখানেই ঐক্যবদ্ধভাবে জন্মস্থান জকিগঞ্জের উন্নয়নে সহযোগিতার হাত বাড়াতে হবে ।
সময়২৪কে এ খবর জানিয়ে লন্ডন থেকে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি এসি আজাদ চৌধুরী জানান, জকিগঞ্জ প্রবাসীর শুধু সৌদি আরব নয় বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত সব দেশেই সমান অবস্থান নিয়ে সম্মানের সাথে বসবাস করছেন। তাদের অনেকেই ওইসব দেশের মূলধারায় সঙ্গে সমাজসেবা মূলক কাজেও জড়িত। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রবাস থেকেও দেশকে এগিয়ে নেয়া সম্ভব। এজন্য ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজন।