আমিরাতে আজমান যুবদলের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

দৈনিক সিলেট ডট কম
লুৎফুর রহমান:সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজমান শাখার উদ্যোগ্যে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিযাউর রহমানের হাত ধরে গণতন্ত্র প্রাণ ফিরে পেয়েছিলো। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর বিপ্লব আর সংহতির চিহ্ন নিয়ে দেশের মানুষের কাছে বারে বারে ফিরে আসবে। জিয়ার গড়া বিএনপি দেশের মানুষকে শান্তিতে রেখেছে। আগামিতে বিএনপিকে ক্ষমতায় আনবে দেশের মানুষ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজমান শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভাপতিত্ব করেন আজমান যুবদলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ এহেছান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমিরাত শাখার সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউএই শাখার উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমিরাত শাখার সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজমান শাখার সভাপতি শাহিনুর শাহিন, যুবদলের উপদেষ্টা মো: সুলেমান, ইউ,এ,ই যুবদলের সিনিয়র সহ সভাপতি জানে আলম, সহ সভাপতি মিয়া খিজির, সাংগঠনিক সম্পাদক শাহাজান সজিব, আজমান যুবদলের উপদেষ্টা এম এ মালেক, হাজি আব্দুর রব, আবদুল হামিদ, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সাইদ ভুইয়া, ইউ,এ,ই বিএনপির সহ প্রচার সম্পাদক ইমরান মাহমুদ, আব্দুল হামিদ, রিপন তালুকদার জুমা,আরাফাত সিদ্দিক, ইছমত আলি, রিপন সরকার, জুবায়ের আহমেদ নুপুর,আব্দুল গফুর খান, মো: স্বপন, আলা উদ্দিন, নজরুল ইসলাম এবং ইউ,এ,ই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।