মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে তথ্য উপদেষ্টা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার-এর সম্পাদক ও ডিবিসি নিউজ-এর চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এ সময় ডিবিসি নিউজ-এর প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম, এক্সেলসিয়র সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর ম্যানেজিং ডাইরেক্টর সাঈদ চৌধুরী তার সাথে ছিলেন।
ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী, সহকারী প্রক্টর মোহাম্মদ আব্বাছ উদ্দিন এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রস্তাবিত শাখার ম্যানেজার মো. আব্দুল কাদির তাপাদারতাঁদের স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ক্যাম্পাসের নির্মাণশৈলী এবং মনোরম পরিবেশে মুগ্ধ হন। তিনি ইউনিভার্সিটির পাঠদানের গুণগতমান বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন। ডিবিসি নিউজ-এর প্রধান নির্বাহী মঞ্জুরুল ইসলাম শিক্ষা খাতে ইউনিভার্সিটির অবদান তুলে ধরে বলেন, আমি আশাকরি বিশ্বমানের সুযোগ সুবিধা ও গবেষণালদ্ধ শিক্ষা প্রদানের মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষা খাতে সৃষ্টি করবে নতুন মাত্রা। অতিথিবৃন্দ ইউনিভার্সিটির নির্মাণাধীন অবকাঠামো সমূহ ঘুরে দেখেন।