বিশিষ্ট শিক্ষাবিদ মুহিবুর রহমান এখন আমেরিকায়

দৈনিক সিলেট ডট কম
রশীদ আহমদঃ উত্তর সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান আমেরিকায় এসেছেন।গত ৮ই ডিসেম্বর শুক্রবার সকালে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে সফরে আসেন।তিনি আমিরাতের একটি ফ্লাইটে শিকাগো হয়ে মিশিগান অঙ্গরাজ্যে পৌঁছালে,সেখানে অবস্থানরত গোয়াইনঘাটের প্রবাসী ও তাঁর আত্মীয় স্বজনরা তাকে অভিবাদন জানান।তিনি প্রথমে অবস্থান করবেন যুক্তরাষ্ট্রের মিশিগানে।জনাব রহমান স্বস্ত্রীক কয়েক মাসের এই সফরে নিউইয়র্ক,নিউজার্সী মিশিগান ও কানেক্টিকা সহ কয়েকটি অঙ্গরাজ্যে পারিবারিক ও সামাজিক বিভিন্ন প্রোগ্রামে যোগদান করবেন।সাথে সাথে নিউইয়র্ক ও মিশিগানে অবস্থানরত প্রবাসী গোয়াইনঘাটবাসীর সাথে কয়েকটি সৌজন্য সভায় মিলিত হবেন।এছাড়াও বৃহত্তর জৈন্তার ও সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েকটি অনুষ্ঠানাদিতেও অংশগ্রহণ করবেন।
উল্লেখ যে জনাব মুহিবুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম বিদ্যাপীঠ পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় ও আঙ্গারজুর আলিম মাদরাসার গভর্নিং বডির সভাপতি সহ দেশে বেশ কয়েকটি মসজিদ,মাদরাসা ও সামাজিক সংগঠন এর পৃষ্ঠপোষকতা করছেন।এছাড়াও তিনি গোয়াইনঘাট সর্বজন শ্রদ্ধেয় একজন গুণী ব্যক্তিত্ব এবং পারিবারিক ভাবে এলাকার উন্নয়নে রয়েছে তাঁর বিরাট অবদান।জনাব মুহিবুর রহমানের সাথে যোগাযোগের জন্য নিম্নের নাম্বার ব্যবহার করা যেতে পারে(রুমন 1862-290-4135)
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর চেয়ারম্যান জনাব মোঃ মুহিবুর রহমান স্বস্ত্রীক যুক্তরাষ্ট্রে সফরে আসায় অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর চেয়ারম্যান আবদুল খালিক,জেনারেল সেক্রেটারী আবদুল বাতেন,অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ আলী মুবিন ও ফাইন্যান্স সেক্রেটারী লুৎফুর রহমান।
গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট এর নেতৃবৃন্দ গোয়াইনঘাটের গুণী ব্যক্তিত্ব জনাব মুহিবুর রহমান এর যুক্তরাষ্ট্রে সফরে আসায় আন্তরিক মোবারকবাদ জানান এবং তাঁর সুস্থতা, নিরাপদ ও সফল সফর কামনা করেন।