অনলাইন গণমাধ্যম বিশ্বময় জনপ্রিয় হয়ে উঠেছে: সেলিম উদ্দিন এমপি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:১৫ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল কানাইঘাটের প্রথম অনলাইন টেলিভিশন কানাইঘাট টিভি। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দের জমকালো উপস্থিতিতে ১৬ই ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কানাইঘাট ডাক বাংলোয় কেক কেটে কানাইঘাট টিভির আনুষ্ঠানিক পথচলার শুভ সূচনা করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আনের সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিন। কানাইঘাট টিভি’র সম্পাদক রম্য লেখক মাহবুবুর রশিদের সভাপতিত্বে ও টিভি’র নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও কলামিষ্ট মিলন কান্তি দাসের উপস্থাপনায় কানাইঘাট টিভির যাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ সেলিম উদ্দিন এমপি বলেন, মহান বিজয় দিবসের এই আনন্দময় উৎসবের দিনে কানাইঘাট টিভির যাত্রা শুরু হওয়ার মধ্য দিয়ে কানাইঘাট বাসীর জন্য মাইল ফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, বিশ^ময় এই তথ্য প্রযুক্তির যুগে অনলাইন টিভি ও নিউজ পোর্টালের মাধ্যমে তাৎক্ষণিক সব ধরনের সংবাদ এখন মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। আশা করি কানাইঘাট অনলাইন টিভির মাধ্যমে বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে কানাইঘাটকে বিশ^ময় তুলে ধরা হবে। কানাইঘাটের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডের অবদান রাখছেন। পাশাপাশি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের ডাইরেক্টর মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, উপজেলা জাপার সভাপতি এডভোকেট আব্দুর রহিম, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক, শেকড় সন্ধানী লেখক ও ব্যাংকার আর.কে.এম মোস্তাক চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলমাম চৌধুরী, সিনিয়র সদস্য কাওছার আহমদ, আ’লীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, সাংবাদিক আলিম উদ্দিন আলিম, পৌর কাউন্সিলার বিলাল আহমদ, তাজ উদ্দিন, শাহাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার বদরুল ইসলাম আমিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদুল কবির মান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, সহ সভাপতি মাহফুজ সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান, সহ সভাপতি রহমত আলী, পৌর কৃষকলীগের সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক আবুল হারিছ, সাবেক ছাত্রনেতা আজমল হোসেন, প্রবাসী হাবিব উল্লাহ মিসকাত, প্রবাসী জসীম উদ্দিন, নারী নেত্রী রুবি রানী চন্দ, খাদিজা বেগম, তৃণমূল পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াহিয়া ডালিম, প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, জসীম উদ্দিন, সহযোগী সদস্য মুমিন রশিদ, আহসান গ্লোবাল একাডেমির পরিচালক আহসান হাবিব, জেনেক্সের পরিচালক ফরহাদ কবির, কানাইঘাট টিভি’র টেকনিক্যাল টিমের জাহেদ হোসাইন রাহিম, সুজন চন্দ অনুপ, আব্দুল কাদির জিলানী, মাসুদ রানা, আব্দুস সাত্তার মাসুম, তরুণ কবি আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।