জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে নিউইয়র্কে কেক কাটেন নেতৃবৃন্দ
দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : বিএনপির কালচারাল ফ্রন্ট ‘জাতীয়তাবাদি সামাজিক-সাংস্কৃতিক সংস্থা’-জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে অনাড়ম্বর এক অনুষ্ঠানে কেক কাটলেন নেতা-কর্মীরা।
২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র জাসাসের এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে প্রিন্স পার্টি হলে। সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং পরিচালনা করেন জাসাস নেতা কাউসার আহমেদ। উৎসবের আমেজে কেক কাটার পর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বহির্বিশ্ব বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, কুয়েত যুবদলের সভাপতি মাহফুজুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, সাংগঠনিক সম্পাদক খলকু কামাল, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু।
প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট বলেন, ‘জাতির এক ক্রান্তিলগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর বিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কৃতিকে ট্র্যাকে ফিরিয়ে নিতে জাসাস প্রতিষ্ঠা করেন। সেই থেকে নিরলসভাবে কাজ করছে এই সংস্থা।’ স¤্রাট উল্লেখ করেন, ‘এখন সময় হচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন বেগবান করতে প্রবাসেও জাসাসের কর্মকান্ডে গতি আনার।’ স¤্রাট অভিযোগ করেন, ‘জিয়া পরিবারের জনপ্রিয়তায় ভীত হয়ে ক্ষমতাসীন সরকার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে মামলা-হামলার খেলা শুরু করেছে।’
প্রধান বক্তা মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘জাসাসের ঐতিহাসিক ভ’মিকা রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে। সে ধারা অটুট রেখে প্রবাসেও কাজ করছে।’
যুবনেতা এম এ বাতিন বলেন, ‘নব্য স্বৈরাচারের কবলে পড়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজ ক্ষত-বিক্ষত। এতে রক্ষায় সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে’।
সমাপনী বক্তব্যে জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের বলেন, ‘প্রবাস প্রজন্মে বাংলাদেশী সংস্কৃতি বিকাশে আমরা কাজ করবো সর্বস্তরের প্রবাসীকে সাথে নিয়ে।’