লন্ডনের সিনিয়র সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল আর নেই

দৈনিক সিলেট ডট কম
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক সফল ও লন্ডনের সিনিয়র সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় (লন্ডন সময় বিকাল ৩টা) তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্না—-রাজিউন)।
সাংবাদিক শাহাব উদ্দিন আহমদ বেলাল আহমদের জানাজা ২৭ জানুয়ারি, শনিবার জোহরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক বেলাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন থেকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বৃহস্পতিবার পূর্বলন্ডনের রয়েল লন্ডন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শাহাব উদ্দিন বেলালের পরিবারকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে বলে জানান। এরপর চিকিৎসকরা তার মৃত্যুর ঘোষণা দেন।
সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের মৃত্যুর সংবাদে সাংবাদিক ও কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর খোজ খবর নিতে শুভাকাঙ্খীরা তার বাসা এবং হাসপাতালে ভিড় করছেন।
গত ২৫জানুয়ারী পূর্বলন্ডনের রয়েল লন্ডন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা শাহাব উদ্দিন বেলালের পরিবারকে জানিয়েছিলেন, তার শারীরিক অবস্থা মারাত্মক অবনতির ঘটেছে যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।