খালেদার সাজার বিরুদ্ধে ওল্ডহ্যামে প্রতিবাদ সভা

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া সাজা‘র তীব্র নিন্দা জানাতে ওল্ডহ্যাম শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শনের পর তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি ওল্ডহ্যাম শাখা। বৃহস্পতিবার রাতে ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্টিত প্রতিবাদ সভায় ওল্ডহ্যাম বিএনপি‘র সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন; ওল্ডহ্যাম বিএনপি‘র উপদেষ্টা প্রভাষক মহসিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আফজাল রব্বানী, মইনুল ইসলাম হীরা, শানুর আলী, গোলাম মওলা নিক্সন, ফয়সল আহমেদ চৌ:, আতিকুর রহমান লিটন,শিউল আহমেদ চৌ:, এনায়েত হোসেন চৌ:,শাহ মোবাশ্বিও আলী, আ: ছবুর চৌ:, রাসেল আহমেদ চৌ:,আ:মালেক, রাজু কামালী,খালেদ আহমেদ, হারুণ চৌ:, মাহমুদুল্লাহ হান্নান,কামরুল হাসান,মিজানুর রহমান চেও:, শাহিন আহমেদ,আবিদুল ইসলাম আরজু, সুহেল আহমেদ সহ অনেকেই।
এছচাড়া আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান চৌ:, মুহিত আলী, রাসেল আহমেদ চৌ:, খালেদ আহমেদ, আবুল আযাদ, আ: রহিম, প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা প্রদান করার তীব্র নিন্দা জানিয়ে বলেন; সরকার এক দলীয় শাসন ব্যবস্থাকে আরও দীর্ঘস্থায়ী করতেই গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে প্রেরণ করেছে । সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের জনগণ বেগম জিয়াকে মুক্ত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া সাজা‘র তীব্র নিন্দা জানাতে ওল্ডহ্যাম শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শনের পর তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য বিএনপি ওল্ডহ্যাম শাখা। বৃহস্পতিবার রাতে ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্টিত প্রতিবাদ সভায় ওল্ডহ্যাম বিএনপি‘র সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন; ওল্ডহ্যাম বিএনপি‘র উপদেষ্টা প্রভাষক মহসিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা আফজাল রব্বানী, মইনুল ইসলাম হীরা, শানুর আলী, গোলাম মওলা নিক্সন, ফয়সল আহমেদ চৌ:, আতিকুর রহমান লিটন,শফিল আহমেদ চৌ:, এনায়েত হোসেন চৌ:,শাহ মোবাশ্বিও আলী, আ: ছবুর চৌ:, রাসেল আহমেদ চৌ:,আ:মালেক, রাজু কামালী,খালেদ আহমেদ, হারুণ চৌ:, মাহমুদুল্লাহ হান্নান,কামরুল হাসান,মিজানুর রহমান চেও:, শাহিন আহমেদ,আবিদুল ইসলাম আরজু, সুহেল আহমেদ সহ অনেকেই।
এছচাড়া আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান চৌ:, মুহিত আলী, রাসেল আহমেদ চৌ:, খালেদ আহমেদ, আবুল আযাদ, আ: রহিম, প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা প্রদান করার তীব্র নিন্দা জানিয়ে বলেন; সরকার এক দলীয় শাসন ব্যবস্থাকে আরও দীর্ঘস্থায়ী করতেই গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে প্রেরণ করেছে । সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের জনগণ বেগম জিয়াকে মুক্ত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।