একুশ
দৈনিক সিলেট ডট কম
একুশ মানে
বায়ান্ন’র ফেব্রুয়ারী মাসের ঐতিহাসিক দিন
একুশ মানে
হাজার বছরের বাঙালির লালিত স্বকীয় বৈশিষ্ট্যের বহি:প্রকাশ
একুশ মানে
পরাধীনতা ও শৃঙ্খল মুক্তির দৃপ্তকণ্ঠ
একুশ মানে
স্বাধীকার ও স্বকীয়তা ধরে রাখার দিন
একুশ মানে
রফিক, সফিক, সালাম, জব্বার, বরকত সহ
ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিবাদী মিছিলের দিন
একুশ মানে
উর্দু নয় বাংলাই হবে পাকিস্তানের ভাষা-সমস্বরে ঘোষণার দিন।
একুশ মানে
ভাষা রক্ষার দাবিতে রক্ত ঝড়া আত্মত্যাগের প্রতিবাদীক্ষণ
একুশ মানে
ঢাকা মেডিকেল কলেজ সম্মুখে তাজা রক্ত ঝড়া ছাত্র-জনতার আত্মাহুতি
একুশ মানে
বাঙালি জাতি স্বত্ত্বা বিকাশের মাইলফলক
একুশ মানে
ছাত্র-জনতার সুদূর প্রসারী মনোভাব ও মুক্তি সংগ্রামের পথ সুগম
একুশ মানে
স্বপ্নদেশে মুক্তি এবং এর ফলশ্রুতিতে লাল সবুজের পতাকা
একুশ মানে
বাঙালি সংস্কৃতি লালন ও ভাষা সৈনিক এবং মুক্তিকামীদের কৃতজ্ঞতা ভরে স্মরণ
একুশ মানে
বাঙালি চেতনা প্রসুত জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক মাতৃভাষা।