মাথার খুলি খোলার পর জানা গেল ভুল রোগী!
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: ঠিক করা ছিল একজন রোগীর মস্তিষ্কের রক্তপিণ্ড সরানো হবে অপারেশন থিয়েটারে। সেইমতো রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। একপর্যায়ে চিকিৎসকরা রোগীর মস্তিষ্কের অপারেশন চালানো শুরু করেন। অপারেশন থিয়েটারে রোগীর মাথার খুলি খোলার পর চিকিৎসকরা বুঝতে পারেন তারা ভুল মানুষের উপর অস্ত্রোপচার চালাচ্ছেন। কারণ মাথার খুলি খোলার পর রোগীর মাথায় কোনো জমাটবাঁধা রক্তপিণ্ড খুঁজে পাননি তারা। গত মাসে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত একটি জাতীয় হাসপাতালে।
২ মার্চ বিবিসি’র প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কেনিয়ার ওই হাসপাতালে মস্তিষ্কজনিত রোগের চিকিৎসা করাতে এসেছিলেন দুজন ব্যক্তি। প্রথম জনের ছিল সাধারণ সমস্যা, অর্থাৎ তার কোনো অপারেশন করে রোগ সারানোর প্রয়োজন নেই। অপরদিকে দ্বিতীয় জনের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় তাকে জরুরি অস্ত্রোপচার করার তাগাদা দিয়েছিলেন ওই হাসপাতালের চিকিৎসক। কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ ভুলক্রমে যে রোগীর মস্তিষ্কে কোনো রক্ত জমাট বাঁধেনি অর্থাৎ প্রথম জন, তাকেই জানানো হলো তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। আর দুর্ঘটনার দিন সেই সুস্থ রোগীটাকে ভালোমতো যাচাই-বাছাই না করে তুলে নিয়ে গেলেন অপারেশন থিয়েটারে।
মানুষের জীবন নিয়ে এ রকম অস্বাভাবিক ভুল করার অপরাধে হাসপাতালটির উপর এখন ক্ষুব্ধ কেনিয়ার জনগণ।
কেনিয়ার মেডিকেল অ্যান্ড ডেন্টাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কার্যনির্বাহী অফিসার ওউমা ওলুগা এই ভয়াবহ বিষয় নিয়ে রয়টার্সকে বলেন, ‘হাসপাতালটিতে প্রায়ই একজন চিকিৎসককে ১০ থেকে ১৯টা পর্যন্ত অপারেশন করতে দেখা যায়। তাছাড়া মস্তিষ্কে রক্ত জমাট বাঁধলেও তার জন্য অপারেশনের খুব একটা প্রয়োজন পড়ে না। কারণ অপারেশন ছাড়াও এর চিকিৎসা সম্ভব।’
সূত্র: বিবিসি