কংগ্রেসম্যান ক্রাউলির সাথে হাসান আলীর আলোচনা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:কংগ্রেসম্যান ক্রাউলির সাথে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলীর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৬শে মার্চ সোমবার বিকাল ৬টায় ম্যানহাটনের The CUTTING TOOM, 44 EAST 32ND STREET এ Crowley Leadership Fund Contribution Form এর অনুষ্ঠানে কংগ্রেসম্যান ক্রাউলির সাথে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচনের জন্য কংগ্রেসে হিয়ারিং ও বাংলাদেশের আমেরিকার এম্বেসেডার বার্নিকাটকে নিউইয়র্কে কল করে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক বিষয়ে আলোচনার জন্য হাসান আলী অনুরোধ জানালে, কংগ্রেসম্যান অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্হা নেওয়ার আশ্বাস প্রদান করেন ৷