ব্রঙ্কস বরোর নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনায় হাসান আলী
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা, অর্গানাইজেশন অফ বাংলাদেশী আমেরিকান্স ও কনভেনার আমেরিকান মুসলিম পলিটিকেল একশন কমিটির প্রেসিডেন্ট হাসান আলী পুলিশ কমিশনার ও কংগ্রেসম্যানের সাথে ব্রঙ্কস বরোর নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান Adriano Espaillat ও পুলিশ কমিশনার James P. O’Neil ৷
৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় Our Lady of Refuge চার্চে ব্রন্স বরোর (Bronx )নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে কমিশনার বলেন নিউইয়র্ক সিটিতে ৩৬ হাজার পুলিশ নিউইয়র্ক সিটির ৮৫ লক্ষ নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত ৷
নিউইয়র্ক সিটির মুসলমানদের ও তাদের মসজিদের নিরাপত্তার বিষয়ে পুলিশ অফিসারা সব সময় খেয়াল রাখবেন৷ যেকোন সমস্যা নিজ নিজ এলাকার পুলিশ প্রিজেন্টের ক্যাপটেনের সাথে যোগাযোগ করার আহবান জানিয়েছেন ৷