বাংলাদেশে পোল্যান্ড ও ইউক্রেন দূতাবাস স্থাপনের দাবি
দৈনিক সিলেট ডট কম
আবু তাহির ,পোল্যান্ড থেকে:
ইউরোপে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সমৃদ্ধ ও বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ঢাকায় পোল্যান্ড ও ইউক্রেন দূতাবাস চালু ও ইউক্রেনে বাংলাদেশ দূতাবাস চালুর দাবি ইউরোপের বৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ ।
গত রবিবার পোল্যান্ড এর ওয়ার্স তে হোটেল গুমান এর বলরুমে অনুষ্টিত এক সম্মেলনে এসব দাবি জানান বক্তারা । তারা বলেন ইউরোপে শুধুমাত্র ফ্রান্স বা জার্মানি এরকম দেশ এর পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করতে পারলে অধিকহারে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব । ইপিবিএ কেন্দ্রীয় সহসভাপতি খলিলুল কাইয়ুম এর সভাপতিত্বে ইপিবিএ পোল্যান্ড শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোল্যান্ড এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মাহফুজুর রহমান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপিবিএ কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান , সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির , কেন্দ্রীয় সহসভাপতি শওকত হোসেইন বিপু , কামরুল হাসান জনি , জিকু বাদল , মামুন মিয়া , তেরাউল ইসলাম , নাহার মমতাজ , ইপিবিএ বাংলাদেশ কোর্ডিনেটর ইকবাল করিম নিশান , যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম , মোতালেব খান , ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান , ইপিবিএ ইতালি শাখার সভাপতি লায়লা শাহ , যুক্তরাজ্য শাখার সভাপতি শাহরিয়ার সুমন , সাধারণ সম্পাদক শামীম , ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল রিসার্চ এন্ড ডেভোলফমেন্ট সম্পাদক সুলতান বাবর,কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম আকাশ , ইপিবিএ ফ্রান্স শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ , মনোয়ার হোসেইন মুজাহিদ , আন্তর্জাতিক সম্পাদক আফরোজ হোসেইন লাভলু , সদস্য জাফর আজাদী , আজিজুর রহমান , যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ , সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি আজাদ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ইপিবিএ নেতৃবৃন্দ ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপিবিএ ইতালি শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসীদের সমস্যা সমাধানে ইপিবিএ এর ভূয়সী প্রশংসা করে বলেন ইপিবিএ প্রবাসীদের অধিকারে যেভাবে আওয়াজ উঠিয়েছে এ ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ , ভোটাধিকার সহ সকল সমস্যা সমাধান হবে ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পোল্যান্ড প্রবাসীদের সমর্থনের ভিত্তিতে পোল্যান্ড প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার সুবিধার্থে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির ।
পোল্যান্ড এর বিশিষ্ঠ কমিউনিটি নেতা হাসান আব্দুল কাইয়ুম কে সভাপতি , মোঃ জহিরুল ইসলাম কে সহসভাপতি , মোহাম্মদ হোসেইন শরীফকে সাধারণ সম্পাদক , মাসুদুর রহমান তুহিনকে সাংগঠনিক সম্পাদক , সুরাইয়া ফেরদৌসী ইমাকে মহিলা সম্পাদিকা করে কমিটি ঘোষণা করা হয় ।