অবশেষে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: দীর্ঘ সময় পর শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত পরীক্ষার ফল ঘোষণা করেছে তাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।
৪ জুন, সোমবার রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
পরীক্ষা নেওয়ার সাত মাস পর এই ফল ঘোষণা করা হলো।
এ বছর আট হাজার ১৩০ জন শিক্ষানবিশ আইনজীবী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ২০৮ জন।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবারের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী।
গত বছরের ১৪ অক্টোবর লিখিত পরীক্ষা হয়। এর আগে একই বছরের ২১ জুলাই বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির জন্য প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ৩২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী।
২১ জুলাই রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ১১ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন।
নিয়ম অনুযায়ী আইনজীবী তালিকাভুক্তির জন্য তিন ধাপে পরীক্ষা নিয়ে থাকে স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পর যারা পাস করেন, তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় যারা পাস করেন, তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।