“থিয়েটার একদল ফিনিক্স” এর উচ্চারণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: থিয়েটার একদল ফিনিক্সের উদ্যোগে ১২দিন প্রমিত বাংলা ব্যাপী উচ্চারণ কর্মশালার সনদপত্র বিতরণ রবিবার আম্বরখানাস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯মে থেকে ২রা জুন পর্যন্ত থিয়েটার একদল ফিনিক্সের প্রথম কার্যক্রম হিসেবে প্রায় চল্লিশজন সদস্যকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কথাকলি সিলেটের সভাপতি, সিলেটের বয়োজ্যেষ্ঠ বাচিকশিল্পী অধ্যাপক শামিমা চৌধুরী এবং একদল ফিনিক্সের আহ্বায়ক আবু বকর আল-আমিন।
আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে, একদল ফিনিক্সের সদস্যসচিব নাজমুল হুসেন ইমন ও আহবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত স্বপনের সঞ্চালনায় সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক, নাট্যজন শামসুল বাসিত শেরো, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, নাট্যপরিষদের সাবেক কোষাধ্যক্ষ কামরুল হক জুয়েল, কথাকলি সিলেটের সাধারণ সম্পাদক অরুপ শ্যাম বাপ্পী, ফকির মেলার সভাপতি উস্তার মিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য তনু দ্বীপ।
সার্টিফিকেট বিতরণ শেষে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের দপ্তর সম্পাদক অমিত ত্রিবেদী, সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর কার্যনির্বাহী সদস্য তন্ময় তনু, নাট্যকর্মী প্রলয় দে, রুবেল আহমদ কুয়াশা, মাধব কর্মকার, প্রীতম, মণির, রাসেল, রানা, হিল্লোল শর্মা, পরাগ রেনু দেব তমা, উজ্জ্বলসহ সিলেটের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল সিলেটের কয়েকজন উদ্যমী নাট্যকর্মী মিলে “মননে সৃষ্টির নেশা” স্লোগানকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন “একদল ফিনিক্স” নামের নাট্য সংগঠন।