খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্বিগ্ন দলটির নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় অনৈতিক সরকার আদালতকে ব্যবহার করে কারাবন্দী করে রেখেছে। আদালতের মাধ্যমে জামিনযোগ্য মামলায়ও জামিন আবেদনকে স্থগিত করানো হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ পন্থা।
খালেদা জিয়া দেশের একজন জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাকে কারাগারে বন্দী করে রেখেছে। অসুস্থ হওয়ার পরও তার সুচিকিৎসার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সর্বশেষ পাওয়া তথ্য মতে, খালেদা জিয়াকে যদি দ্রুত কারামুক্তি না দেওয়া হয়, তাহলে কারাগারেই তার মৃত্যুর শঙ্কা করছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার কিছুদিন পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছে। আমরা চিকিৎসকদের পরামর্শক্রমে সরকার ও কারা কর্তৃপক্ষকে অবহিত করেছি কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া দূরের কথা, তারা বরং তামাশা করে চলেছে।
খালেদা জিয়াকে অতি-দ্রুত মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। গতকাল শুনেছি, গত ৫ জুন ম্যাডাম (খালেদা) মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। অসুস্থ খালেদা জিয়ার দ্রুত চিকিৎসা ও তার জীবন নিয়ে বিএনপি তথা সমগ্র দেশের জনগণ উদ্বিগ্ন।’
এদিকে ৯ জুন কারাগারে খালেদা জিয়াকে দেখে এসে তার এক চিকিৎসক বলেছেন, বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে বলে তাদের ধারণা।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী তাদের পর্যবেক্ষণ সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, ‘গত ৫ জুন তিনি দুপুরবেলা হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ও পাঁচ থেকে সাত মিনিট আনকনসাস ছিলেন। উনি মনেই করতে পারছেন না কী ঘটেছিল।
এখন আমরা চেক করে যেটা দেখেছি, এটাকে বলে টিআইএ (ট্রানজিন অ্যাসকেভিক এটাক)। একটা মাইল্ড ফর্মে স্ট্রোকের মতো হয়েছে বলে মনে হচ্ছে। বাট শি কেন কমিউনিকেট, ভালো কথা বলতে পারছেন। মাইল্ড একটা স্ট্রোক।’
বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতে সুপারিশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ, সুচিকিৎসার উদ্যোগ না নিয়ে সরকারপ্রধানসহ ক্ষমতাসীনরা তারপরও মশকরায় মেতে উঠেছে, উদাসীনতার পরিচয় দিচ্ছে। আমরা খালেদা জিয়ার বেঁচে থাকা নিয়ে এখন আশঙ্কা করছি।
সরকার কি খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? তবে একটি কথা স্পষ্ট, কারাবন্দী অবস্থায় খালেদা জিয়ার যদি কিছু হয়, তাহলে এর দায় সরকার ও সরকারপ্রধানকে নিতে হবে। জনতার কাঠগড়ায় জবাবদিহি করতে হবে।’