ফিলিপাইনে ১১ বাংলাদেশি নাবিক আটক
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: চীনা জাহাজ ডায়মন্ড-৮ কর্মরত ১১জন বাংলাদেশি নাবিককে ফিলিপাইনে আটক করা হয়েছে।গত এপ্রিলে ভিয়েতনাম থেকে চাল সংগ্রহ করে ফিলিপাইনে খালাসের চেষ্টা করার সময় দেশটির নৌবাহিনী জাহাজটিকে আটক করে। এ সময় বাংলাদেশি এই নাবিকদেরও আটক করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ফিলিপাইনে চাল আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
জানা গেছে, আটক নাবিকরা সবাই সুস্থ আছেন। তারা মিন্দানাও দ্বীপে জামবোয়াঙ্গা বন্দরে আটক করা ওই জাহাজেই অবস্থান করছেন।
ঘটনার দিন চাল খালাস শুরু হওয়ার পরে নৌবাহিনী তাদের চ্যালেঞ্জ করলে জাহাজটি পালানোর চেষ্টা করে। এ সময় জাহাজটিকে আটক করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের দূতাবাসের কর্মকর্তারা তাদের সঙ্গে দেখা করেছেন। তাদের দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি এখন শুল্ক ও অভিবাসনের বিষয়। কারণ কর্তৃপক্ষ যখন বাংলাদেশিদের কাছে পাসপোর্ট চেয়েছিল, তখন তারা দেখাতে পারেননি। তাদের কাগজপত্র জাহাজের ক্যাপ্টেনের কাছে ছিল।’
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করা ছাড়া ফিলিপাইনে আটক বাংলাদেশি নাবিকদের আর কোনও দোষ নেই উল্লেখ করে এই কর্মকর্তা আরও জানান, দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তাদের বিষয়টি পৃথকভাবে বিবেচনার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাবিকরা সবাই ভালো আছেন। আমরা তাদের খাদ্য, পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছি। আমরা স্থানীয় ও জাতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রেখেছি তাদের দ্রুত মুক্তির জন্য।’