ব্রিটেনে ‘আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের ’ যাত্রা শুরু
দৈনিক সিলেট ডট কম
কবির আল মাহমুদ , মাদ্রিদ , স্পেন : ‘শিক্ষাই শক্তি-শিক্ষায় মুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিয়ানীবাজারের আলীনগর উনিয়নে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইউকেতে প্রতিষ্টিত হয়েছে “আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট”।
গত বুধবার (২৭ জুন ) লুটনের আনন্দ মহল রেস্টুরেন্টে আয়োজিত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এ ট্রাস্টের।সভায় সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা আনোয়ার হোসেন।সাবেক ছাত্র নেতা আবুল কাশেম ও গুলজার আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মীরগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কের সভাপতি ও ডি এম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আব্দুল খালেক , গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্টাতা মুস্তাফিজুর রহমান চৌধুরী, লুটন বিবিবিএফ সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী , ভাইস চেয়ারম্যান সামছুল আলম মাখন মিয়া, কার্যনির্বাহী সদস্য হারুন মিয়া , নজরুল ইসলাম আলহাজ্ব নইম উদ্দিন চৌধুরী প্রমূখ।সভায় সর্ব সম্মতিক্রমে শাহজাহান সিদ্দিক ছায়রাছকে সভাপতি ও তরুন সংগঠক তারেক হোসেন মুসাকে সাধারন সম্পাদক এবং গোলজার আহমদ কোঅর্ডিনেটর করে ৩১ সদস্য বিশিষ্ট ট্রাস্টের একটিপূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যানো দায়িত্বশীলরা হচ্ছেন আব্দুল হালিম (সহ সভাপতি), লায়েক হোসেন চৌধুরী (সহ সভাপতি),ছরয়ার আহমদ খান (সহ সভাপতি) ,আবুল কাশেম (সহ সভাপতি) ,কয়েছ আহমদ (সহ সভাপতি), খয়ের আহমদ চৌধুরী (সহ সভাপতি),লুৎফুর রহমান (সহ সভাপতি) ,নুর উদ্দিন (সহ সভাপতি), আনোয়ার হোসেন (বাবলু) (সহ সভাপতি),মাহবুবুর রহমান খান (স্বপন)(সহ সভাপতি), জুবের আহমদ (সহ সভাপতি) ,বুরহান উদ্দিন(সহ সভাপতি), রাসেল হেলাল চৌধুরী (সাংগঠনিক সম্পাদক) ,শাহিন আহমদ (অর্থসম্পাদক) , কুদ্দুস আহমদ (সহ সাধারন সম্পাদক),শামসুল ইসলাম চৌধুরী বাপ্পী ( সহ সাংগঠনিক সম্পাদক) ,এমরান আহমদ (প্রচার ও প্রকাশনা সম্পাদক),নাহিদ আহমদ (সহ প্রচার সম্পাদক),লিটন আহমদ (শিক্ষা বিষয়ক সম্পাদক),অলিউর রহমান চৌধুরী (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক)।
কার্যকরী সদস্যরা হচ্ছেন রেজুয়ান উদ্দিন, এনামুল হক,রাসেল খান,ফয়ছল মুকিত,সাব্বির খান, বেলাল আহমদ, রাজা আহমদ, নাজ উদ্দিন।
পরে নতুন কমিটি কে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সরওয়ার হুসেন খান,খয়ের আহমদ, লায়েক হোসেন চৌধুরী, আব্দুল হালিম, কয়েছ আহমদ, নুর উদ্দিন, লুৎফুর রহমান, সাহিন আহমদ,সাব্বির আহমদ চৌধুরী (স্বপন), গোলজার আহমদ, শ্যামল চৌধুরী, লিটন আহমদ, অলি চৌধুরী, সাব্বির খান, নাহিদ আহমদ, এমরান আহমদ প্রমুখ।
এলাকার শিক্ষার উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রত্যয় নিয়ে শিক্ষার জন্য কাজ করার লক্ষ্যে সংগঠনের প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে ট্রাস্টের সৃষ্টি বলে জানিয়েছেন মূল উদ্যোক্তারা।
ট্রাষ্টের নব নির্বাচিত সাধারন সম্পাদক তারেক হোসেন মুসা জানান, আলীনগর উনিয়নে শিক্ষার মান উন্নয়ন, ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের বিভিন্ন দাবী আদায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে সার্বিক সহায়তা প্রদান এবং শিক্ষার্থীদের আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলাই ‘আলীনগর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট’ এর মূল লক্ষ উদ্দেশ্য।সভায় প্রবাসী আলীনগর বাসীর উপস্তিথি ছিল লক্ষণীয়।