‘বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার’ প্রকাশ করছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন
দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : ‘বাঙালির মুক্তি আন্দোলনের পাশাপাশি বিশ্বের নিপীড়িত-নিষ্পেষিত মানুষকে জেগে উঠার ক্ষেত্রে ঐতিহাসিক ভ’মিকা পালনকারি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০০টি ভাষণ’র সমন্বয়ে ‘বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার’ প্রকাশ করছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এর মুখবন্ধ লিখছেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা’-এ তথ্য প্রকাশ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। ৩০ অগাস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোমেন আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না। সারাবিশ্বে খেটে খাওয়া মানুষের নেতাও ছিলেন। মানবতার মুক্তির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তাই এই মহামানবের গুণকীর্তন প্রবাস প্রজন্মকেও যথাযথভাবে অবহিত করতে হবে। সে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন।’
ড. মোমেন উল্লেখ করেন, ‘যারা বিএনপি করেন তারাও এই সংগঠনের সদস্য হতে পারবেন, যদি তারা বাংলাদেশের জাতিরজনক হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকার করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রাখেন।’ ড. মোমেন বিশেষভাবে উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, তিনি ছিলেন সকল মানুষের মুক্তির দিশারি। সেই উজ্জ্বল বৈশিষ্টগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তোলে ধরতেও অপরিসীম দায়িত্ব রয়েছে এই ফাউন্ডেশনের।’
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভার শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানানো হয় ড. এ কে এ মোমেনকে। এদিনই সকালে ঢাকা থেকে নিউইয়র্কে এসেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব এ্যান্তনিয়ো গুতিরেজের সাথে বিশেষ একটি বৈঠক ছাড়াও কানাডার টরন্টোতে দুদিনব্যাপী ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ অংশ নিতে ৮ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকবেন রাষ্ট্রদূত মোমেন।
ড. মোমেন প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান, ‘সামনের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। বর্তমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর বিকল্প নেই। প্রত্যেক দেশপ্রেমিক প্রবাসীকে এজন্যে নিজ নিজ এলাকার আত্মীয়-স্বজনকে উদ্বুদ্ধ করতে হবে নৌকা মার্কার প্রার্থীদের জয়ী করতে।’
এ সভায় স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল কাদের মিয়া। এ সময় কাদের মিয়া বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের বর্ণাঢ্য জীবন-ইতিহাস প্রবাস প্রজন্মকে যথাযথভাবে অবহিত করতে আমরা কাজ করছি।’
এ সময় বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি এবং সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নির্বাহী সদস্য কানু দত্ত, বর্ণমালার সম্পাদক ও একাত্তর টিভির উত্তর আমেরিকাস্থ প্রধান মাহফুজুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল করিম, এটিএম মাসুদ, এটিএম রানা, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ কমিটির সভাপতি আলহাজ্ব জাফরউল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলমগীর কবির, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা, বিশিষ্ট ব্যবসায়ী ফকু চৌধুরী প্রমুখ।