বখাটে ছেলেটি

দৈনিক সিলেট ডট কম
জ্বলন্ত সিগারেট হাতে, হেঁটে চলেছে বখাটে ছেলেটা
উদ্ধত ভঙ্গিতে,সাথে দু-চারটে সাঙ্গ-পাঙ্গ ।
বিষাক্ত নগরীর লোকেরা, চেয়ে আছে তার দিকে-
তীর্যক দৃষ্টিতে ।
আড়ালে-আবডালে লোকেরা তার নিন্দা ছড়ায়,
প্রকাশ্যে কুমারীরা দেয় থুথু ।
অথচ বখাটে ছেলেটির অতীত জীবন কষ্ট
আর বর্তমান জীবন জঘন্য যন্ত্রণায় পিষ্ট ।
তবু তার দিকে কেউ কোনদিন
মমত্বের দৃষ্টিতে ফিরেও তাকায়নি ।