মাছরাঙা বছরের সেরা চ্যানেল

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:স্কয়ার গ্রুপের টিভি চ্যানেল মাছরাঙা এখনও পর্যন্ত চলতি বছরের সেরা টিভি চ্যানেল। টিআরপি অন্তত সে ব্ক্তব্যের পক্ষেই রায় দিচ্ছে।
চলতি বছরের ১ থেকে ৪৯তম সপ্তাহের টিআরপি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মাছরাঙা দেশের অন্যসব চ্যানেল থেকে দর্শক প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে। এর মূল কারণ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করে মাছরাঙা প্রচুর দর্শক পেয়েছে। মূলত এই ইভেন্টটিই মাছরাঙাকে অন্যসব চ্যানেল থেকে এগিয়ে রেখেছে।
বিশ্বকাপ টুর্নামেন্ট ছাড়া মাছরাঙা এ বছর তেমন কিছু করে দেখাতে পারেনি। যার প্রমাণ পাওয়া যাবে আলাদা করে প্রতি সপ্তাহের টিআরপিতে চোখ বুলালেই। সামগ্রিক হিসেবে মাছরাঙা এগিয়ে রয়েছে আসলে বিশ্বকাপ ফুটবলের কারণেই।
চলতি বছরের ৪৯তম সপ্তাহের টিআরপিতে দেশের ৩১টি টিভি চ্যানেলের মধ্যে মাছরাঙার অবস্থান ১৮তম। যে বিনিয়োগ নিয়ে চ্যানেলটি গড়ে উঠেছে তার তুলনায় অনেক কম ব্যয়ের চ্যানেল মাছরাঙার চেয়ে টিআরপিতে এগিয়ে রয়েছে।