সিলেট বিভাগের নতুন মন্ত্রীদের অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেট বিভাগের নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বলিষ্ট ভূমিকা রাখবেন। সেই সাথে সিলেট বিভাগের মানুষের আশা-আকাঙ্খা এবং প্রত্যাশা পূরণেও সচেষ্ট থাকবেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেটের এই আলোকিত ব্যক্তিদের মন্ত্রীসভায় অর্ন্তভূক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।