ভোট দিয়ে দুই প্রার্থীর কোলাকুলি, দিন শেষে মারামারি
দৈনিক সিলেট ডট কম
নিউজ ডেস্ক:: সিলেট সদর উপজেলার নিরুত্তাপ নির্বাচনে শেষ মুহূর্তে কিছুটা উত্তাপ ছড়ালো। আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিনের শুরুতে ভোট দিয়ে প্রার্থীরা পরস্পর কোলাকুলি করলেও দিন শেষে পরিস্থিতি হলো অন্যরকম।নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে শেষ পর্যন্ত মারামারির ঘটনা ঘটেছে।
জানা যায়, বিকাল ৩টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমদ (বই) ও মকবুল হোসেন খানের (টিউবওয়েল) সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে জাল ভোট প্রদানের অভিযোগ তুললে উত্তেজনা শুরু হয়। এসময় পুলিশ সতর্ক অবস্থান নেয়। বিকাল পৌনে ৪টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দু’জনকে আটকও করেছে। তবে আটকদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
দিনের শেষে এমন একটি খারাপ পরিস্থিতি সৃষ্টি হলেও শুরুর পরিস্থিতি ছিল যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ। পারভেজ ও মকবুল হোসেন তাদের নিজস্ব কেন্দ্র হিসাবে পরিচিত এই আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে একসঙ্গে ভোট প্রদান করেছেন।কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পর পরস্পরের সঙ্গে কোলাকুলিও করেছিলেন।