গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন বুধবার

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে আগামীকাল ২০ মার্চ বুধবার বিকাল ৪টায় গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধনে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ সিলেটের আহ্বায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ ও যুগ্ম আহ্বায়ক, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া।