ওসমানী বিমানবন্দরে সাবেক অর্থমন্ত্রী মুহিত সংবর্ধিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দিয়েছে সিলেট আওয়ামী লীগ। বয়োজ্যেষ্ট এ নেতা দু’দিনের সফরে শনিবার সিলেট আসেন।
সকালে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে সংবর্ধনা জানান আওয়ামী লীগ নেতারা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক অর্থমন্ত্রী তার সফরে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত বই মেলার উদ্বোধন, রবীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ পালন প্রস্তুতিসভায় অংশগ্রহণ এবং সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এপার বাংলা-ওপার বাংলা পাঁচদিনব্যাপি নৃত্য উৎসবে যোগদান করবেন।