নগরীর দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা

দৈনিক সিলেট ডট কম
সিলেট : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় সিলেটে দুই রেস্টুরেন্টকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের চৌহাট্টা আলপাইন রেস্টুরেন্ট ও মিরবক্সটুলা পারকৌড়ি রেস্টুরেন্টকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিদফতর।
জাতীয় ভোক্তা অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে ফ্রিজ থেকে পচা সবজি, পোড়া তেল জব্দ করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় পানকৌড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আলপাইন রেস্টুরেন্টকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে জরিমানা আদায়ক্রমে মামলার নিষ্পত্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।